দেশে ফিরেছেন আবুধাবিতে আটকেপড়া ১৪০ বাংলাদেশি

প্রকাশিত: 30/06/2020

নিজস্ব প্রতিবেদন :

দেশে ফিরেছেন আবুধাবিতে আটকেপড়া ১৪০ বাংলাদেশি

মঙ্গলবার করোনা ভাইরাসের (কেভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে আবুধাবিতে আটকেপড়া ১৪০ বাংলাদেশি দেশে ফিরেছন।

আবুধাবি থেকে স্থানীয় সময় ভোর ৫টায় ওই যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ইউএস-বাংলার বিশেষ বিমানটি মঙ্গলবার বেলা ১১টা ৪২ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আবুধাবি থেকে দেশে ফেরা প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

উল্লেখ্য, কোভিড ১৯-এর কারণে গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিলেন বহু বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলেন না তারা।

এমতাবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবি থেকে মঙ্গলবার আটকেপড়া ১৪০ বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইনস।

আরও পড়ুন

×