দৃষ্টি আকর্ষণ টু যথাযত কর্তৃপক্ষ (তিতাস গ্যাস)

প্রকাশিত: 07/07/2020

সাদিকুর রহমান বিপ্লব

দৃষ্টি আকর্ষণ টু যথাযত কর্তৃপক্ষ (তিতাস গ্যাস)

প্রসঙ্গ ; তিতাস গ্যাস সংযোগ প্রদান ও করোনা ভাইরাস।

করোনাভাইরাস এর দুর্যোগকালীন মুহুর্তে আবাসিক খাতে গ্যাস সংযোগ প্রদান কতোটা যুক্তিসংগত? করোনা ভাইজনিত কারনে সারা দেশে বেকার ও কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

চাকরী- বাকরি হারিয়ে অনেকেই গ্রামে কিংবা অনত্র চলে যাচ্ছে। এতে রাজধানী ও অন্যান্য শিল্পাঞ্চল থেকে ভাড়াটিয়া দিন দিন কমে যাচ্ছে।বর্তমান প্রেক্ষাপট সরেজমিনে তদন্তে এসেছে;শুধু রাজধানী ঢাকা শহরের বাড়ীওয়ালাদের এখন প্রায় ৪০% ভাড়াটিয়া কমে গেছে।

এমনিতে বাড়ীওয়ালাদের নানান হিসেব - নিবেশ।তারমধ্যে নতুন গ্যাস সংযোগ নিয়ে বাড়তি মাথা ব্যথা।

শুধু তাই ই নয়;নতুন করে গ্যাস সংযোগ মানেই সামাজিক দুরত্বহীন হয়ে যাওয়া। এতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুকি শতভাগ।

তাই তিতাস গ্যাস ও যথাথত কর্তৃপক্ষের প্রতি বিশেষ দাবী; মানবিক কারনে হলেও করোনাভাইরাস কালীন মুহুর্তে নয় ; গ্যাস সংযোগদিন করোনা জয়ের পর। কেননা আগে গ্যাস নয়; আগে মানুষের জীবন। 

আরও পড়ুন

×