বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সৌদি ১ কোটি টাকা জরিমানা

প্রকাশিত: 15/07/2020

নিজস্ব প্রতিবেদন :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সৌদি ১ কোটি টাকা জরিমানা

বিমান বংলাদেশ এয়ারলাইন্সকে সৌদি আরবের ১ কোটি টাকা জরিমানা।

স্বাস্থ্যবিধি অনুযায়ী উড়োজাহাজে স্প্রে না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে সাড়ে ৪ লাখ রিয়াল জরিমানা করেছে সৌদি আরব সরকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি টাকা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে জরিমানার ঘটনা তদন্তে গত শনিবার ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিমানের পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিক্ষপ্তিতে জানানো হয়, এয়ারপোর্টে সার্ভিসেস মো. গোলাম সারওয়ারকে আহ্বায়ক করে তিন সদস্যের এই তদন্ত কমিটিকে ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিকে ঘটনার অতি সুক্ষ ভাবে তদন্ত করে, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে।

আরও পড়ুন

×