চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে প্রতি বুন্ধী যুবক সাইমুন হাসান।

চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে প্রতি বুন্ধী যুবক সাইমুন হাসান।

রামু জোয়ারিয়ানালা পূর্ব নোনাছড়ি ৬ নাম্বার ওয়ার্ডের সাত গড়িয়ার পাড়ার, পিতা-মৃত মোকতার আহমদ, মাতা মনোয়ারা বেগমের ,ছেলে সাইমুন হাসান (২৭) বয়স প্রতি বন্ধী ও ব্লাড ক্যান্সার হয়। চিকিৎসার অভাবে বাড়িতে শুয়ে আছে। বিগত এক বছর পর্যন্ত তার বাবা মারা গেছে অনেক দিন আগে,তাকে সহযোগিতা করার মত আজ কেউ নাই বললেই চলে। সাইমুন হাসানের চিকিৎসা করানোর মতো সামর্থ্য নাই বলে দাবি করেন পরিবারের বাকী লোকজন। সাইমুন হাসানের এমন অবস্থা তা দেখার মত নয়। তার মা মনোয়ারা বেগম বলেন সেই জন্মের পর থেকে প্রতি বন্ধী ছিল। সে আস্তে আস্তে হূদরোগে আক্রান্ত হয়ে পড়ে, পরিবারের আর্থিক দুর্বল থাকায় বড় কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে নাই। সাইমুন হাসানের এমন অবস্থায় হয় আজকে অনেকদিন যাবত, কি হবে সাইমুন হাসানের, আমরা কি পারি না একটা জীবন বাঁচাতে সবাই মিলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, বেঁচে যাবে সাইমুন হাসানের জীবন। সোনার বাংলার সোনার ছেলে চিকিৎসার অভাবে মারা যাবে সেটা আর সেটা দেখতে হবে আমাদের। মানুষ মানুষের জন্য পাশে থাকবে সেটাই তো স্বাভাবিক হওয়ার কথা। আজকে আমিও ভালো আছি কিন্তু কালকে ভালো নাও থাকতে পারি। যতদিন আল্লাহ পাক ভালো রাখবেন, ভালো কিছু করার জন্য এগিয়ে আসিব। আমাদের সমাজে অনেক নীতিবান ব্যক্তি রয়েছেন হয়তোবা তারা জানেনা, সাইমুন হাসানের অসুস্থতার কথা। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আমি তাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি সাইমুন হাসান এর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। সাইমুন হাসান এর পরিবারের   এত টাকা নেই তাই তা চিকিৎসা হচ্ছে না। সবার দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অসহায় পরিবারের সহযোগিতা চেয়েছেন। জনদরদি নেতা, প্রিয় মাটি ও মানুষের আশার আলো সুখে দুঃখে মানুষের পাশে থাকেন। জনাব আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির কাছ থেকে সহযোগিতা চেয়েছেন সাইমুন হাসানের পরিবার। আসুন আমরা সবাই মিলে সহযোগিতা করে বাঁচিয়ে দেয় একটা জীবন। কোন মহৎ ব্যক্তি যদি সহযোগিতা করতে চান। যোগাযোগ করুন এই নাম্বারে।ভাই, ০১৮৮৮২৪৭৮৪৬/বিকাশ নাম্বার /০১৮২৬৩০৪১১৭/,,,

 

আরও পড়ুন

×