বাংলাদেশসহ ১৬ দেশের নাগরিকদের ইতালি প্রবেশে বাড়ল নিষেধাজ্ঞা 

প্রকাশিত: 11/08/2020

নিজস্ব প্রতিবেদন :

বাংলাদেশসহ ১৬ দেশের নাগরিকদের ইতালি প্রবেশে বাড়ল নিষেধাজ্ঞা 

ইতালিতে বাংলাদেশসহ ১৬ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে।ইতালি সরকার একটি আদেশের মাধ্যমে এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন।

স্থানীয় সময় শনিবার এ আদেশ জারি করা হলেও দেশেটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের জারি করা আদেশটি রোববার থেকে কার্যকর শুরু হয়। নতুন আদেশে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৬ দেশের নাগরিকরা ইতালিতে প্রবেশ করতে পারবেন না।

ইতালিতে করোনার দ্বিতীয় ধাপে করোনার ভয়াল আঘাত থেকে রক্ষা পেতে সরকার এ সিদ্ধান্ত নেন দেশের জনগণের কল্যাণে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা উল্লেখযোগ্য দেশগুলো হলো- ওমান, উত্তর মেসিডোনিয়া, আরমেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, মালডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসভো, মন্টেনেগ্রো ও সার্বিয়া।

জানা গেছে, ইতালির সরকার প্রতি দুই সপ্তাহ পর পর বিশ্বের করোনা পরিস্থিতি বিবেচনা করে তার পর নিষেধাজ্ঞার তালিকায় পরিবর্তন আনতে পারে।

আরও পড়ুন

×