সিফাতকে বাঁচাতে অভাগী মায়ের আকুতি

সিফাতকে বাঁচাতে অভাগী মায়ের আকুতি

ছয় বছর আগে অবুঝ  শিশু সিফাত হোসেন এর শরীরে ব্লাড ক্যান্সার দানা বাঁধবে সেটা মাথায় আসেনি বাবা মো. ইসহাক ও মনোয়ারা বেগমের। ছেলের বয়স এখন বার বছর।

শরীরে ব্লাড ক্যান্সার এখনো বয়ে বেড়াচ্ছে সে।  দিন দিন অসুস্থ হয়ে পড়ছে ছেলেটি। বাবা মায়ের দুই ছেলে সন্তানের মধ্যে বড় ছেলে সিফাত হোসেনের দিন কাটচ্ছে হাসপাতালের বিছানায়।

সে বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক সিরাজুম মুনিরা'র অধীনে চিকিৎসাধীন রয়েছেন। সিফাত এর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের নজরের টিলা গ্রামে।

স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ে সে। জানতে চাইলে সিফাত হোসেনের মা মনোয়ারা বেগম কেঁদে কেঁদে বলেন, 'ছেলেকে বাঁচাতে ভারত ও বাংলাদেশের নামকরা বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

মাঝখানে ভাল হয়ে গেলেও আবার অসুস্থ হয়ে পড়ে। ছেলের চিকিৎসার জন্য ভিটে বাড়ি সহায় সম্পত্তি বিক্রি করে দিয়েছি। গত ছয় বছরে কোটি টাকার উপরে খরচ হয়েছে। এখন তাঁর কোনো সহায় সম্বল নেই।

ভিটেবাড়ি বিক্রি করে ভাড়া ঘরে থাকছেন তিনি। নিজের সংসারও চলেনা। ছেলের বাবা সংযুক্ত আরব আমিরাতে ইলেকট্রনিক্স কাজ করে। করোনা পরিস্থিতির কারনে কয়েক মাস ধরে কাজ নেই, আয় রোজগার নেই।

কয়েকদিন পর দেশে স্থায়ীভাবে চলে আসবেন। ছেলের চিকিৎসা এখন জরুরী হয়ে পড়েছে। ছেলেকে প্রতি মাসে রক্ত দিতে হচ্ছে। কেমোথেরাপিও চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন তাঁর বোন মেরু প্রতিস্থাপন করতে হবে। এর জন্য প্রচুর টাকার দরকার। তাঁর মায়ের একটাই আকুতি তাঁর ছেলেকে বাঁচাতে হবে।

তিনি সরকার, বিত্তবান, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে ছেলের চিকিৎসার জন্য সাহায্যে চেয়েছেন। 

 সহায়তা পাঠানোর ঠিকানা : Monwara Begum

A/c No : 0893201000019892 

UCB Bank Ltd, Rangunia,Chattogram

বিকাশ নং :  ০১৮২৪৮৬০৭৪৬(মনোয়ারা বেগম)

আরও পড়ুন

×