প্রকাশিত: 17/08/2020
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মো. সুমন (২২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুমন একজন গরু ব্যবসায়ী। রোববার সন্ধ্যার দিকে সুমনসহ বেশ কয়েকজন ভারতে গরু আনতে যান।এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
সহকর্মীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন। তিনি জানান, সুমনসহ বেশ কয়েকজন ভারতে গরু আনতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের উপর গুলি চালায়। এতে সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে এলে সুমন মারা যান।
এ ঘটনায় শিবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।