ডে-নাইট যুব সংস্থার সহযোগিতায় বেকারী ও কনফেকশনারী কোর্সের উদ্বোধন !

প্রকাশিত: 09/09/2020

নিজস্ব প্রতিবেদন :

ডে-নাইট যুব সংস্থার সহযোগিতায় বেকারী ও কনফেকশনারী কোর্সের উদ্বোধন !

রাজধানীর ভাটারায়, থানা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,গুলশান ইউনিট থানা কর্তৃক আয়োজিত ডে-নাইট যুব সংস্থা  এর   সহযোগিতায়,  আজ সেপ্টেম্বর (বুধবার) দেশের বেকার সমস্যা সমাধানে বেকার যুব ও ‍যুব মহিলাদের কর্মসংস্থার লক্ষে ৭দিন মেয়াদী বেকারী কনফেকশনারী বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুভ সূচনায়, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় । অনুষ্ঠানের, প্রধান অতিথি  যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন গাজী , বিশেষ  অতিথি কাজী বন্যা আহমেদ । অনুষ্ঠানে যুব উন্নয়ন  কর্মকর্তারা  বেকার যুব ও ‍যুব মহিলাদের আত্মনির্ভশীল  করার লক্ষে  বিভিন্ন দিক নির্দেশনা  বিষয়ক আলোচনা করেন  । অতিথিরা অনুষ্ঠানের আয়োজক পৃষ্টপোষকদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজ দেশে বেকার সমস্যা সমাধানে যদি প্রত্যেকে তার অবস্থান থেকে  এসব বিভিন্ন প্রশিক্ষণ কোর্স  এর ব্যবস্থা করে, তবে দেশে বেকার সমস্যা অনেকাংশে কমে যাবে। উপস্থিত কর্মকর্তারা  ডে-নাইট যুব সংস্থাকে  এই ধরণের  প্রশিক্ষণে  সহযোগিতা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা  প্রকাশ করেন ।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ডে-নাইট যুব সংস্থার পরিচালক  মোঃ সাদেকুল ইসলাম সাদিক।  উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, সহকারী যুব উন্নয়নের মোঃ আখতারুজ্জামান গাজী, মোঃ মিজানুর রহমান ও  প্রশিক্ষক নিলুফার ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন ডে-নাইট যুব সংস্থার সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী তানজিলা হোসাইন, ডে-নাইট নিউজের সিনিয়র বার্তা সম্পাদক মোঃ খোরশেদ আলম সহ উপস্থিত প্রশিক্ষানার্থীরা।

আরও পড়ুন

×