রাঙ্গুনিয়া উপজেলা সৎসঙ্গ কমিটি গঠিত ,ডা.এস কে বল শুভ সভাপতি এবং শ্রীকান্ত চৌধুরী সম্পাদক মনোনিত 

রাঙ্গুনিয়া উপজেলা সৎসঙ্গ কমিটি গঠিত ,ডা.এস কে বল শুভ সভাপতি এবং শ্রীকান্ত চৌধুরী সম্পাদক মনোনিত 

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ ,পরমতীর্থ হিমাইতপুর ধাম এর অধিনে বৃহত্তর চট্টগ্রাম  জেলা সৎসঙ্গ এর আওতাধীন ,রাঙ্গুনিয়া উপজেলা সৎসঙ্গ'র উপজেলা কমিটি গঠন উপলক্ষ্যে পৌরসভার শান্তিনিকেতন সৎসঙ্গ আশ্রমে গত ১৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার এক আলোচনা সভা অনুষ্টিত হয় ৷বিনতী প্রার্থনার মাধ্যমে সভা শুরু হয় ৷শান্তিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা শ্রী অরুন কান্তি বৈদ্য মহোদয়ের সভাপতি শ্রী শ্রীকান্ত চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গ'র সাংগঠনিক সম্পাদক শ্রী বিভু চক্রবর্তী ,সহ হিসাব নিরিক্ষক লায়ন অনিমেষ রায় চৌধুরী ,নির্বাহী কর্মকর্তা শ্রী দোলন দাশ এবং শ্রী ত্রিদীপ দাশ ৷আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট রাঙ্গুনিয়া শাখার সভাপতি মাষ্টার তপন দত্ত মহোদয় ,শান্তিনিকেতন সৎসঙ্গ আশ্রমের সভাপতি শ্রী বিকাশ দে ,সহ সভাপতি শ্রী দিপেন বৈদ্য ,সম্পাদক আশুতোষ দে ,উত্তর রাঙ্গুনিয়া সৎসঙ্গের প্রতিষ্টাতা সভাপতি ডা.শ্রী এস কে বল শুভ ,সম্পাদক শ্রী উজ্বল কুমার নাথ ,সহ সভাপতি শ্রী লিটন আচার্য্য জ্যোতিষী ,শ্রী এস কে নাথ সুমন ,কানুরখীল সৎসঙ্গ সভাপতি মাষ্টার অশ্রু চক্রবর্তী ,শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সের শ্রী অনিল নাথ ,উত্তর সাবেক রাঙ্গুনিয়া সৎসঙ্গ সিনিয়র সহ সভাপতি শ্রী বিমল দে আকাশ ,দ.সাবেক রাঙ্গুনিয়া সৎসঙ্গ সাবেক সম্পাদক শ্রী শ্যামল নাথ ,সরগম সংগীত একাডেমীর পরিচালক শ্রী রাতুল বৈদ্য ,শিলক সৎসঙ্গ সম্পাদক ডা.শ্রী সমীরন দেবনাথ ,ডা.রনধীর দেবনাথ (স্বস্ত্যয়নী ) ,ডা. সৃজন দাশ ,ডা.সঞ্জয় দে ,কুলকুরমায় সৎসঙ্গ সম্পাদক শ্রী রুবেল দে ,শ্রী রনি দে ,ডা. পঙ্কজ দে ,শ্রী সুজয় বৈদ্য ,শ্রী বিপ্লব দে প্রমুখ ৷

আলোচনা সভা শেষে শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা শ্রী অরুন কান্তি বৈদ্য মহোদয়কে প্রধান উপদেষ্টা ,উত্তর  রাঙ্গুনিয়া সৎসঙ্গ শাখার প্রতিষ্টাতা সভাপতি ডা.শ্রী এস কে বল শুভ মহোদয়কে সভাপতি ,শ্রী শ্রীকান্ত চৌধুরীকে সাধারন সম্পাদক এবং মাষ্টার শ্রী অশ্রু চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট রাঙ্গুনিয়া উপজেলা সৎসঙ্গ কমিটি করার জন্য অনুমোদন দেয়া হয় এবং আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে চট্টগ্রাম জেলা সৎসঙ্গের কাছে কপি জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন জেলা প্রতিনিধি বৃন্দ ৷

পরিশেষে সভাপতি মহোদয়ের সমাপ্তি আলোচনার মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি হয় এবং উপজেলার প্রত্যেক ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত ভক্তবৃন্দ কে অভিনন্দন জানান ৷পরে আনন্দবাজারে প্রসাদ গ্রহন করেন ভক্তবৃন্দ ৷

আরও পড়ুন

×