নিজ অর্থায়নে টিন বিতরণ করে ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার

নিজ অর্থায়নে টিন বিতরণ করে ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র একটি পরিবার৷ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নের আমগাঁও-গাজীবস্তি গ্রামের মৃত মোঃতহরিল ইসলামের স্ত্রী মোছাঃসোনামতি(৬৫) তার স্বামি মারা যায় অনুমানি ৮ আট বছর আগে৷সোনামতি মেয়ে মোছাঃভাসানি বিয়ে হয়েছিলো প্রায় ৯ বছর আগে৷ভাসানি তার স্বামীকে নিয়ে বাবার বসতভিটাতে শুরু করে স্বামীর সংসার দীর্ঘ দিন চলে৷তবে ভাসানির স্বামী দুই ছেলে কে রাখে উধাও হয়ে যায়৷ জানাযায়,তার মা মোছাঃসোনামতি বসয়ের ভারে পথ চলতে পারেনা৷তার বাবার মৃত্যুর পর থেকেই ভিক্কা করে মা ও স্বামীকে খাওয়াত৷গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কাঁচা দেওয়ালের বাড়ীটি ভেঙ্গে পড়ে৷বাড়ীটি নির্মাণ করার মতো অর্থছিলো না৷তাই দেখে স্থানীয় এক জন মাসুদ মাষ্টার নামে এক জান ব্যাক্তি তার ফেসবুকে মহিলাটি কে নিয়ে একটি পোস্ট দেয়৷পোস্টি চোখে পড়ে হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃপাভেল তালুকদারের৷তিনি,২৭ সেপ্টেম্বর(রবিবার) রাত্রী ৮টার সময় সোমামতির বাড়িটি নির্মাণের জন্য দুইবান টিন ও কিছু আর্থিক সহযোগীতা করে৷এছাড়াও তিনি তার নিজ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিচ্ছেন বলে তিনি জানান

আরও পড়ুন

×