প্রকাশিত: 06/10/2020
ধর্ষন ধর্ষণ ধর্ষণ....... এই ধর্ষণ নিয়ে বাংলাদেশে ঝড় উড়েছে। প্রতিদিন শতশত মেয়ে ধর্ষিতা হচ্ছে। কেন হচ্ছে? কি জন্য হচ্ছে? মূল কাহিনি আমরা কেউ জানি না। শুধু এতটুকু জানি, যতটুক সোশ্যাল মিডিয়াতে আসতেছে।
আমরা বাহির হলে দেখতে পাই, রাস্তা-গাঠে, হাঠে-বাজারে, মেয়েদের বেহায়াপনা। তারা অশ্লীল কাপড়-ছোপড় পড়ে অজতা ঘুরে বেড়ায়। শুধু তা নয়, বিভিন্ন পার্কেও দেখা তাদের এই করুন দৃশ্য।
এই মেয়ে শোন, তুমি মা, তুমি বোন, তুমি বউ, তুমি কন্যা, তুমি প্রতিটি ঘরের লক্ষী। কেন? তুমি ঘরের বাইরে ঘুরে বেড়াচ্ছ পক্ষির মত।
এখন মেয়েরা বলবে, আমরা অফিস, স্কুল, মদ্রাসা, কলেজ, ভার্সিটি ইত্যাদিতে যায়, তো আমরা ঘর থেকে বের হবো না?
উত্তরঃ অবশ্য বের হবে। তবে ছেলেদের কাপড় পড়ে নয়, মেয়েদের কাপড় পরিধান করে।
মেয়েদের কাপড় বলতে কোনটা? ছোট ছোট কাপড় গুলা??
জবাব; না।
মেয়েদের কাপড় বলতে, বোরকা, হিজাব ইত্যাদি।
এই গুলা পড়লে আশা করা যায়, কোন মেয়ে ধর্রষণের শিকার হবে না।
তবে কিছু কিছু মানুষ নামে জানোয়ার আছে তারা করতে পারে, অন্যরা নয়।
আবার,
টিক-টক ও লাইকিতে দেখেন, কিছু মেয়েরা ভাইরাল হওয়ার জন্য, কত অশ্লীল ভাবে ভিডিও তৈরি করে ।
এই গুলা দেখে যুবকের মাথায় নান চিন্তা-ভাবনা জন্মায়। পরে তাদেরকে একাকীত্ব পেলে, খারাপ ভেবে ধর্ষণ করে ছেড়ে দেয়।
আবার,
🎤🎤 মেয়েরা যখন কেনাকাটা এবং কোথাও ঘুরতে যায়, একা একা যায়। কেন? তোমাদের অবিভাবক নেই? তোমরা তাদের সাথে যাও। ধর্ষণ থেকে মুক্তি পাবে।
বেশি কিছু বললাম না।
তোমরা সংশোধন হয়ে যাও, ফলে তোমাদের সম্মান ও বাড়তে, ধর্ষিণের শিকার ও হতে হবে না।
কেউ মনে কিছু আনবেন না। Negative ভাবে না নিয়ে Positive ভাবে নেন, হয়তো ভালো লাগবে।