সাজাপ্রাপ্ত আসামী প্রতারক রাসেলকে ধরিয়ে দিন, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে।

প্রকাশিত: 08/10/2020

নিজস্ব প্রতিবেদন :

সাজাপ্রাপ্ত আসামী প্রতারক রাসেলকে ধরিয়ে দিন, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে।

প্রতারক, ভন্ড, টাউট, টাকা আত্মসাতকারী মোঃ রাসেল (৪০), পিতা মৃত আবুল হাসেম, সাং কাশেম মোল্লার বাড়ি, মাতুয়াইল পশ্চিম পাড়া, জেলা-ঢাকা। সে বিভিন্ন প্রতারনার মাধ্যামে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নগদ টাকা আত্মসাত করে পালিয়ে যায়। সে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অবস্থান করে আশেপাশের মানুষের সাথে সু-সর্ম্পক গড়ে তুলে একসময় তাদের কে বা তাদের ছেলে মেয়েদের বিভিন্ন চাকুরী / বিদেশ কিংবা অন্য কোন পন্থায় সুযোগ সুবিধা দিবে বলে আশ্বস্ত করে তাদের কাছ থেকে নগদ টাকা গ্রহন করে এবং বিনিময়ে ভূয়া চেক দেয়। পরে ভুয়া চেক দিয়ে নগদ টাকা নিয়ে এলাকা ছেড়ে গা ডাকা দেয়। এই রাসেল এর বিরোদ্ধে আরো অভিযোগ আছে যে, সে ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশের ভিসা দিয়ে বিদেশে পাঠাবে বলে অনেক লোককে ইন্ডিয়া নিয়ে সেখানে রেখে পালিয়ে যায় ও অবৈধ ব্যবসা করে থাকে । সুত্র জানায় যে প্রতারক রাসেল এর বিরোদ্ধে সারা দেশে বেশ কয়েকটি প্রতারনার মামলা আছে  এবং আমাদের হাতে পরপর তিনটি মামলায় সাজা হয়েছে এমন পেপার  রয়েছে, সেখান থেকে দেখা যায় ধারা ১৩৮ এর বিধান মতে দোষী সাবস্ত্য করে তাকে ছয় (৬) মাস + ছয় (৬) মাস+ ছয় (৬) মাস, মোট ১৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ টাকা জরিমানসহ সাজা দেওয়া হয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে। এই প্রতারক এর সন্ধান কেউ পাইলে নিকটস্ত থানায় যোগাযোগ করুন কিংবা আমাদের সাথে যোগাযোগ করুন। সন্ধানদাতাকে নগদ টাকা পুরুষ্কৃত করা হবে এবং সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে। যোগাযোগের জন্য ফোন নম্বর ০১৭১১-৫২৫৬১৫ / ০১৬২৭-১৭৭৮৮০। সাজাপ্রাপ্ত মামলা নম্বর গুলো হচ্ছে : (১) মেট্রোঃ দায়রা মামলা নং ৩১৮২/২০১৫ ‍সি আর মামলা নং- ১৩/২০১৫ (২) মেট্রোঃ দায়রা মামলা নং ৩১৮৩/২০১৫ ‍সি আর মামলা নং- ১৪/১৫ (৩) মেট্রোঃ দায়রা মামলা নং ৩১৮১/২০১৫ সি আর মামলা নং- ১৫/১৫ আসামী দুই বছরের বেশি সময় ধরে পলাতক রয়েছে।

 

আরও পড়ুন

×