গৌরনদী থানার ৩ এসআইকে ক্লোজড করা হয় ড্রেসরুল অমান্য করায় 

প্রকাশিত: 08/10/2020

অনলাইন ডেস্ক:

গৌরনদী থানার ৩ এসআইকে ক্লোজড করা হয় ড্রেসরুল অমান্য করায় 

ড্রেসরুল অমান্য করে ব্রিফিং প্যারেডে (রোল কলে) অংশগ্রহণ করায় বরিশালের গৌরনদী মডেল থানার তিন উপপরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে।

বুধবার রাতে জেলা পুলিশলাইনে তাদের সংযুক্ত করা হয়েছে।

তারা হলেন- এসআই সাধন কুমার মণ্ডল, মো. শরিফুল ইসলাম ও মো. মিনহাজুল ইসলাম।

বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (বিপিএম-বার) গৌরনদী থানা পরিদর্শনের সময় ওই তিন এসআইয়ের পরিধেয় ইউনিফরম দৃষ্টিগোচর হওয়ার কারণে তাদের ক্লোজড করে বুধবার রাতে জেলা পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার নিশ্চিত করেছেন।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার জানান, বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (বিপিএম-বার) বুধবার দুপুর আড়াইটার দিকে গৌরনদী মডেল থানা পরিদর্শনে আসেন।

এ সময় থানার এসআই সাধন কুমার মণ্ডল, মো. শরিফুল ইসলাম, মো. মিনহাজুল ইসলাম ড্রেসরুল অমান্য করে ব্রিফিং প্যারেডে (রোলকলে) অংশগ্রহণ করলে পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়।

পোশাক-আশাক (ড্রেসরুল) ঠিক না থাকার কারণে ওই তিন এসআইকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার মৌখিক নির্দেশ দেন পুলিশ সুপার।

এর পর বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে থানা থেকে তাদের সিসি দেয়া হয়েছে। ওই তিন এসআইকে ক্লোজড করে বুধবার রাতে জেলা পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে বলে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার জানান।

আরও পড়ুন

×