যে কারনে বন্ধ হতে পারে ‘বিগ বস’

প্রকাশিত: 10/10/2019

নিজেস্ব প্রতিবেদন

যে কারনে বন্ধ হতে পারে ‘বিগ বস’

যে কারনে বন্ধ হতে পারে ‘বিগ বস’

গেলো মাসে ২৯ শে শুরু হয়েছে । ভারতীয় টেলিভিশনের একটি অন্যতম হিট রিয়ালিটি শো বিগ বসের নতুন মৌসুম । আর সপ্তাহ না যেতেই এরই মধ্যে শোয়ের বিরুদ্ধে অশ্লীলতার জন্য অভিযোগ উঠেছে। এমনকি শো বন্ধ করার কথাও বলেছেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি চিঠির মাধ্যমে । ‘দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’।ভাবার একটাই বিষয় কেমন অশ্লীল কাজ হয় এখানে যার কারনে শো বন্ধ করার কথা আসে ? এবং প্রতিষ্ঠানটি বলেন ; যে এই শোতে প্রতিযোগিরা এমন কিছু বিষয় আলোচনা করেন ,যা পরিবারের সব সদস্যকে নিয়ে বসে দেখা সম্ভব হয় না । আর এটা ভারতীয় ঐতিহ্য ও সাংস্কৃতির বিরোধিতা আছে । আর তাদের অভিযোগ আমাদের মতো দেশে এরকম ধরনের শো কখনোই অনুমোদন দেয়ার যোগ্য না । আর এটাও বলেন শোর নির্মাতা তার টিআরপি বড়ানোর জন্য এটা ভুলে যান যে সংস্কৃতি ও ঐতিহ্য বলে কিছু আছে ।ভারতীয় সংস্কৃতি নিয়ে তা জনগণের কাছে ভুল বার্তা দিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে,  বেড ফ্রেন্ড ফরেভার-এর এই ধারণাটি অত্যন্ত আপত্তিজনক এবং তা টেলিজগতের মূল্যবোধকে বিশেষভাবে আঘাত করে। এই শো’র নির্মাতারা বোধহয় ভুলে গেছেন যে প্রাইমটাইমে যখন টিভিতে এই শো  দেখানো হয় তখন পরিবারের সব বয়সের সদস্যরাই একসঙ্গে বসে এই শো দেখে থাকেন।

আরও পড়ুন

×