১১ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট

প্রকাশিত: 20/10/2020

অনলাইন ডেস্ক:

১১ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট

বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ ১১ দফা দাবি আদায়ে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান (পণ্যবাহী) ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন। 

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে নৌযান-শ্রমিকদের এই ধর্মঘট পালনের আহ্বান করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া।
 
তিনি বলেন, ২০১৮ সালে প্রথম বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ মোট ১১ দফা দাবি করা হয়। দাবি আদায় না হওয়ায় ২০১৯ সালে তিনবার কর্মবিরতিতে যায় নৌযান শ্রমিকরা। প্রতিবছর সরকার ও মালিকপক্ষ দাবি মানার প্রতিশ্রুতি দিলেও শ্রমিকদের কোনো দাবি আজও মানা হয়নি।

শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবি:

১. বাল্কহেডসহ সব নৌযান ও নৌপথে চাঁদাবাজি-ডাকাতি বন্ধ করা

২. ২০১৬ সালে ঘোষিত গেজেট অনুযায়ী নৌযানের সর্বস্তরের শ্রমিকদের বেতন প্রদান

৩. ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস এবং মালিক কর্তৃক খাদ্যভাতা প্রদান

৪. সব নৌযান শ্রমিকের সমুদ্র ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ

৫. এনডোর্স, ইনচার্জ, টেকনিক্যাল ভাতা পুনর্নির্ধারণ

৬. কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ

৭. প্রত্যেক নৌশ্রমিককে মালিক কর্তৃক নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান

৮. নদীর নাব্য রক্ষা ও প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপন

৯. মাস্টার/ড্রাইভার পরীক্ষা, সনদ বিতরণ ও নবায়ন, বেআইনি নৌচলাচল বন্ধ করা

১০. নৌপরিবহন অধিদফতরে সব ধরনের অনিয়ম ও শ্রমিক হয়রানি বন্ধ এবং

১১. নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন

×