শিক্ষা ধ্বংসে ষড়যন্ত্র চলছে : মোমিন মেহেদী

শিক্ষা ধ্বংসে ষড়যন্ত্র চলছে : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শিক্ষা ধ্বংসে ষড়যন্ত্র চলছে। ১৫ নভেম্বর বিকেল ৪ টায় ‘শিক্ষা সংকট উত্তরণে নতুনধারার ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এখনই প্রতিহত করার জন্য নাগরিক ঐক্যবদ্ধতা প্রয়োজন। এভাবে চলতে থাকলে কায়েমী-স্বার্থবাদীরা রাজনীতি ও প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে অচিরেই শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেবে।

আর তাই সকল দেশি-বিদেশী ষড়যন্ত্র রুখতে তরুণদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে। বিদ্যালয়-মহাবিদ্যালয়-বিশ^বিদ্যালয়গুলো খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাকে বাঁচানোর এখনই পদক্ষেপ নিতে হবে।
 

বিডব্লিউএফ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভায় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. সাইদুজ্জামান শফিক, মহাসচিব নিপুন মিস্ত্রী, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি হাসানুজ্জামান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।  

আরও পড়ুন

×