কমার্শিয়াল আর্টিস্ট ও মানবাধিকার কর্মী মোঃ খোকন সরদারের প্রথম কাব্যগ্রন্থ রঁজক এর মোড়ক উন্মোচন

কমার্শিয়াল আর্টিস্ট ও মানবাধিকার কর্মী মোঃ খোকন সরদারের প্রথম কাব্যগ্রন্থ রঁজক এর মোড়ক উন্মোচন

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন বনানীর প্রধান কার্যালয়ে  কমার্শিয়াল আর্টিস্ট ও মানবাধিকার কর্মী মোঃ খোকন সরদারের প্রথম কাব্যগ্রন্থ রঁজক এর মোড়ক উন্মোচিত হয়েছে। এসময় প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড আব্দুর রহিম খান পিপিএম, তিনি বলেন- যারা সাহিত্যকে ভালোবাসে আমি তাদের ভালোবাসি, কবিরা সাদা মনের মানুষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যথাক্রমে- বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম সোহেল, নাজমুস সায়াদাত- পরিচালক, সরলরেখা প্রকাশন সংস্থা এবং কবি ও গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু আলোচনায় অংশগ্রহণ করেন।

কবি খোকন বলেন- আপনারা আমার জন্যে দোয়া করবেন। আমি যেন আমার কবিতায় মাটি ও মানুষের কথা বলতে ও লেখতে পারি।

অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন এসোসিয়েশন ফর কমার্শিয়াল আর্টিস্ট এর সভাপতি সাইফুল ইসলাম বাবু। মোরক উন্মোচন অনুষ্ঠানে সবাই মোঃ খোকন সরদারের প্রথম একক গ্রন্থের সফল অভিযাত্রা কামনা করেন। 
 

আরও পড়ুন

×