বেপরোয়া মারচা বাসের সাথে সংঘর্ষ আহত ৩

প্রকাশিত: 26/11/2020

দিদারুল আলম জিসান

বেপরোয়া মারচা  বাসের সাথে সংঘর্ষ   আহত   ৩

অদ‍্য ২৬ নভেম্বর,২০২০,বৃহঃস্পতিবার সকাল ১১ ঘটিকার সময়  চট্রগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের রামু, জোয়ারিয়া নালায় নির্মিতব‍্য বিকেএসপির সামনে কক্সবাজার গামী মারসা পরিবহনের 

একটি গাড়ির(চট্রমেট্রো-ব-১১-১২৭৩)সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের(চট্টমেটো-ক-১১-০৫৮৯) মুখোমুখি সংঘর্ষ হয়।প্রাইভেট কারে থাকা ৩ জন যাত্রী সামান‍্য আঘাতপ্রাপ্ত হয়,তবে 

মারাত্মক কিছু হয়নি।স্হানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্সে চিকিৎসার জন‍্য প্রেরণ করেন।বর্তমানে তারা সুস্হ এবং নিরাপদে আছেন।

খবর পেয়ে  রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ফয়েজ আহমদ ঘটনাস্হলে উপস্হিত হয়ে গাড়ি দুইটি তুলাতলি হাইওয়ের হেফাজতে নিয়ে আসেন এবং সংশ্লিষ্ট ব‍্যাপারে  আইনী ব‍্যবস্হা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন।

আরও পড়ুন

×