ভাস্কর্য প্রসঙ্গে স্ট্যাটাস: বহিষ্কার করা হয়েছে আরেক ছাত্রলীগ নেতা

প্রকাশিত: 08/12/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

ভাস্কর্য প্রসঙ্গে স্ট্যাটাস: বহিষ্কার করা হয়েছে আরেক ছাত্রলীগ নেতা

ফেসবুকে ভাস্কর্যকে স্ট্যাটাস দেওয়ার কারণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বৃত্তি বিষয়ক সম্পাদক খালেদ খান রবিনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

শনিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী খালেদ খান রবিনকে নীতিবিরোধী ও শৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

খালেদ সোশ্যাল মিডিয়া ফেসবুকে গত ২৪ নভেম্বরে লিখেছিলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে, বঙ্গবন্ধুকে ভালবেসে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছি। একটি বিষয় পরিষ্কার হওয়া উচিত যে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি নির্মাণের বিরোধিতা করা আর বঙ্গবন্ধুর বিরোধিতা করার বিষয় নয়। আর এসব কথা বলতে গিয়ে যদি আমার হাজার দিনের কাজ এক মুহুর্তে শেষ হয়ে যায়, তবে ... আলহামদুলিল্লাহ।

আরও পড়ুন

×