তিতাস গ্যাস ও বর্তমান প্রেক্ষাপটে।

তিতাস গ্যাস ও বর্তমান প্রেক্ষাপটে।

দীর্ঘ দিন ধরে তিতাস গ্যাস সরবরাহ ও সংযোগ বন্ধ থাকায় খুবই মানবেতর জীবনযাপন করছে সন্মানিত সকল ঠিকাদার মালিক ও প্রতিনিধিগণ। অনেক ঠিকাদারগণ তিতাসের অফিসমুখী না-হয়ে, ভিন্ন কর্মমুখী হয়ে জীবব ধারণ করছেন। অফিস ফাঁকা পেয়ে তিতা সের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজগোজ কেউ কেউ কোটিপতি বনে গেছেন। শুধু কি তিতাসের কর্মকর্তা?  তিতাসগ্যাস এর কয়েকজন দারোয়ানও নাকি অবৈধভাবে সংযোগ চালু ও চুলা বর্ধিত করে কোটিপতি বনে গেছেন। তন্মধ্যে রানা ও আজাদ দারোয়ানও আছে। এরা ইতিমধ্যে দূর্নীতির দায়ে চাকরী হতে বহিষ্কার। তাদেরকে দুদকের আওতায় এনে বিচার প্রক্রিয়াধীন। তিতাসের দারোয়ান আজাদের নাকি ঢাকায় চারটি ফ্ল্যাট যার দাম চার কোটি টাকা।নতুন প্রাডো গাড়ীতে চলে যার দাম প্রায় ৫০লাখ টাকা। দেশের বাড়ি ঠাকুর গায়ে গড়েছেন জমিজমা অট্টালিকা,গরুর ফার্ম যার মূল্য ৭ কোটি টাকা। নামে বেনামি ব্যাংকে জমা কয়েক কোটি টাকা। এবার আপনারই বলুন এমন একটি কঠিন জালিয়াতি চক্র ঠিকাদারদের অনুপস্থিতর সুযোগ নিয়ে তিতাসকে করে দিয়েছে দেউলিয়া, তাই নয় কি? তাই আর ঘরে বসে না থেকে দেশীয় প্রতিষ্ঠান তিতাসগ্যাসকে বাঁচাত সকলকে ঐক্য বদ্ধ আন্দোলন ছাড়া অন্য কোন উপায় নাই। তাই তিতাস গ্যাস ঠিকাদার মালিক ও প্রতিনিধি কল্যাণ পরিষদকে সুসংগঠিত করে সামনে এগিয়ে যেতে হবে।আর সকল দূর্নীতিবাজ ও দূর্নীতিকে প্রতিহত করতে হবে।সকলকে ধন্যবাদ।

আরও পড়ুন

×