৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু 

প্রকাশিত: 18/12/2020

নিজস্ব প্রতিবেদন:

৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু 

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি থেকে শুরু হবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

সভায় জানানো হয়, বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষা ৪ থেকে ৮ জানুয়ারী অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখগুলো পরে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৩মে চল্লিশতম বিসিএসের প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ২০,২২৭ প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।
 

আরও পড়ুন

×