বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৮ জেলে নিখোঁজ

প্রকাশিত: 22/12/2020

নিজস্ব প্রতিবেদন :

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৮ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের সন্ধান না পাওয়ায় গতকাল সোমবার রাতে ট্রলার মালিক মো. নুরুল ইসলাম বরগুনা সদর থানায় একটি জিডি করেছেন।

নিখোঁজ ১৮ জেলেদের মধ্যে ১১ জনের বাড়ি বরগুনা জেলার গুলিশাখালী বাকি ৭ জন ভোলার নুরাবাদ এলাকার স্থায়ী বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এফবি হযরত কায়েদ (র.) ট্রলারের মালিক মো. নুরুল ইসলাম।

ট্রলারের মালিক জানান, গত ৬ই ডিসেম্বর বরগুনার শুলিশাখালী ঘাট থেকে ১৮ জন জেলেসহ  খাদ্য সামগ্রী নিয়ে মাছ ধরার জন্য সাগরে রওনা হয়। সাধারণত প্রতি ট্রিপ আট থেকে দশ দিনের মধ্যেই কূলে ফিরে আসে। এই সময়ের মধ্যে তারা না আসায় এবং জেলেদের সাথে কোন যোগাযোগ করতে না পারায় বরগুনা সদর থানায় জিডি করা হয়েছে।

বরগুনা সদর থানার ওসি জানান, গতকাল রাতে থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি উপকূলীয় জেলাগুলোতে জানানো হবে।

আরও পড়ুন

×