প্রকাশিত: 23/12/2020
শ্রীমঙ্গলে প্রেমিকের সাথে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নাছিমা আক্তার (১৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন।
নাছিমা শ্রীমঙ্গল রেলষ্টেশনের অবসরপ্রাপ্ত টিটি আব্দুল হকের মেয়ে। গত সোমবার (২১ ডিসেম্বর) রাতে রেলওয়ে স্টাফ কোয়ার্টারে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে নাছিমা।
এদিকে, নাছিমা আত্মহত্যা করার আগে তার ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দেয়, ওই স্ট্যাটাসে আখলাকুল সাঈফের সাথে ৮ মাস প্রেমের সম্পর্ক থাকার পর এখন সে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে বলে উল্লেখ করা হয়। ওই স্ট্যাটাসে নাছিমার কাছ থেকে বিভিন্ন অযুহাতে বিভিন্ন সময়ে এক লক্ষ টাকা নিছে বলে উল্লেখ করেছেন।
আক্ষেপ করে নাছিমা লিখেন, এই মুখ নিয়ে আমি আমার পরিবারে মুখ দেখাতে পারবো না। তাই আমি নিজ ইচ্ছায় সুইসাইড করছি। স্ট্যাটাসের শেষ অংশে নাছিমা তার প্রেমিক আখলাকুল ইসলাম চৌধুরীকে ২ নং এবং তার মা সুরাইয়া চৌধুরীকে যথাক্রমে ১ নং আসামি হিসেবে উল্লেখ করেন।