প্রকাশিত: 16/10/2019
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব আউলাদজান চৌধুরী ও সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক সাহেবের নেতৃত্বে গত ১২/১০/২০১৯ ইং শনিবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সকল নেতা নেত্রীবৃন্দ ঢকা মহানগরী সহ বিভিন্ন জেলা শাখার নেতা ও সদস্যগনকে নিয়ে যৌথ ভাবে মাননীয় প্রধানমন্ত্রী ও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দুর্নীতি বিরুধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানাতে এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের উন্নয়ন যেভাবে এগিয়ে চলেছে তা অব্যাহত রাখতে সকল দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাদাবাজ, গডফাদার, কেসিনো সংগঠন ও ঘুষখোরদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রাখার জন্য দিনব্যাপী সভা, মিছিল ও প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এই সময় সকলেই নিজ নিজ বক্তব্য ও পরামর্শ তুলে ধরেছেন, সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ও বাংলাদেশকে একটি উন্নত সুখী দেশের কাতারে নিয়ে যাচ্ছেন তা সংগঠনের নেতাদের বক্তব্যে তুলে ধরন।