প্রকাশিত: 22/01/2021
বিবাদ নয় সহায়তা ,বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহন ,মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি ৷
বিশ্বমানবতার মহাপুরুষ ,যুগাচার্য স্বামীজীর এই মহাবানীর আদর্শে গঠিত *বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ * রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যেগে আগামী ২১ মাঘ ১৪৪৭ বঙ্গাব্দ ৪ ফেব্রুয়ায়ী ২০২১ ইং বৃহস্পতিবার কৃঞ্চাসপ্তমী তিথীতে স্বামীজীর ১৫৮ তম জন্মোৎসব এবং ১৫৯ তম জন্মতিথী বিভিন্ন অনুষ্ঠান মালার আলোকে রাঙ্গুনিয়া রামকৃঞ্চ সেবাশ্রম ,শান্তিনিকেতন প্রাঙ্গনে অনুষ্টিত হবে ৷
সকল স্বাস্থ্যবিধি মেনে উক্ত উৎসবে দেশ বরেন্য অতিথিবৃন্দ স্বউপস্থিতিতে সনাতনীয় ধর্মতত্ত্ব আলোচনা করবেন ৷
দিনব্যাপী অনুষ্টান পরিক্রমা সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন রাঙ্গুনিয়া উপজেলা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সন্মানিত সভাপতি শ্রী সৌমেন চক্রবর্তী এবং সাধারন সম্পাদক শ্রী চন্দন দত্ত মহোদয় ৷