করোনায় আক্রান্ত বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত: 06/02/2021

নিজস্ব প্রতিবেদন:

করোনায় আক্রান্ত বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন দেশের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। 

গত ৪ ফ্রেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে করোনায় আক্রান্তের কথা নিশ্চিত করেন তিনি নিজেই।

ওই স্ট্যাটাসে তিনি লেখেন, আপনাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। গতকাল তিনি অসুস্থতার তীব্রতা অনুভব করেন। অবস্থা গুরুতর হলে রাত ৩ টার দিকে তাকে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার শরীর থেকে করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। টেস্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। আপনারা সবাই শায়খের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। 

পরদিন শুক্রবার রাতে আরও একটি স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহর শারীরিক পরিস্থিতির আপডেট জানানো হয়।

সেখানে লেখা হয়, শায়খ আহমাদুল্লাহর শারীরিক অবস্থা কিছুটা অপরিবর্তিত। সেজন্য আজ সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপনাদের নিকট শায়খের জন্য দোয়ার আরজি পেশ করছি। এদিকে শায়খের করোনাআক্রান্তের খবরে তার ভক্ত-অনুরাগীদের মাঝে দুঃশ্চিন্তার কালো ছায়া নেমে আসে

আরও পড়ুন

×