খাদ্য বিষক্রিয়ায় ২ শতাধিক আনসার সদস্য অসুস্থ

প্রকাশিত: 15/02/2021

নিজস্ব প্রতিবেদন :

খাদ্য বিষক্রিয়ায় ২ শতাধিক আনসার সদস্য অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। 

সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। তাদের আনসার একাডেমির নিজস্ব হাসপাতাল ও ব্যারাকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অসুস্থ কয়েকজন আনসার সদস্যরা বলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত বৃহস্পতিবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গত শনিবার ওই বাহিনীতে দরবার সভা হয়। সভাশেষে দুপুরের পর সেখান থেকে সবাইকে খবার বিতরণ করা হয়।

খাবার খেয়ে শনিবার মধ্য রাত থেকে আনসার সদস্যরা একে একে অসুস্থ হতে শুরু করেন। রোববার দুপুর পর্যন্ত দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক আনসার একাডেমির এক চিকিৎসক বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকে তারা অসুস্থ হয়ে পড়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আনসার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেহেনাজ তাবাসসুম। তিনি বলেন, ১০ হাজার সদস্যের জন্য খাবার দেওয়া হয়েছিল। অনেকে খাবার দেরিতে খেয়ে থাকতে পারেন। সে জন্য হয়তো খাবার নষ্ট হয়ে গিয়েছিল। এতে খাদ্যে বিষক্রিয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন

×