সাউন্ডবাংলা-পল্টনড্ডায় স্বপ্নালোক-এর জন্য লেখা আহবান

প্রকাশিত: 20/02/2021

ডে-নাইট নিউজ

সাউন্ডবাংলা-পল্টনড্ডায় স্বপ্নালোক-এর জন্য লেখা আহবান

ভাষা মাসে সাউন্ডবাংলা-পল্টনড্ডা-৮৭ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংস্কৃতিকধারার কেন্দ্রীয় সদস্য কবি হাওলাদার বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকার কবি মো. কামরুল হাসান। সাউন্ডবাংলা টিভিতে সরাসরি সম্প্রচারকৃত আয়োজনে লেখা পাঠে অংশ নেন কবি ওয়াজেদ রানা, আলতাফ হোসেন রায়হান, রিয়াদ ইসলাম প্রমুখ। কথাশিল্পী শান্তা ফারজানা ও মোমিন মেহেদী আয়োজনে অতিথিদের হাতে মাসিক স্বপ্নালোক-এর যুগপূর্তি সংখ্যা উপহার হিসেবে তুলে দেন এবং সবার কাছে কবিতা-গল্প-প্রবন্ধ-ছড়া-গান ও সংবাদ আহবান করেন।  এসময় শান্তা ফারজানা বলেন, স্বপ্নালোক ২০০৮ সালে প্রথম সংখ্যা প্রকাশ করে সাবেক মন্ত্রী ও বরেণ্য অভিনেত্রী তারানা হালিমকে কভার স্টোরি করে। এরপর দেখতে দেখতে একযুগে অসংখ্য প্রিয়মুখকে নিয়ে কাজ করেছে। লেখা পাঠাতে হবে সুতুনি ফ্রন্টে [email protected] প্রকাশিত লেখার জন্য লেখককে লেখক সম্মানি দেয়া হবে বলেও জানিয়েছেন প্রধান সম্পাদক মোমিন মেহেদী। 

আরও পড়ুন

×