করোনার টিকা নিলেন বিএনপি নেতা ফারুক

প্রকাশিত: 21/02/2021

রফিকুল ইসলাম :

করোনার টিকা নিলেন বিএনপি নেতা ফারুক

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের  টিকা নিলেন  বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীয় চীপ হুইপ  জয়নুল আবেদিন ফারুক । আজ শনিবার ( ২০ ফেব্রয়ারী ) সকালে রাজধানীর কুমিটোলা টিকা নেন তিনি । তার সাথে  তাহার স্ত্রী কানিজ ফাতেমা ও টিকা গ্রহন করেন । টিকা গ্রহন শেষে প্রতিক্রিয়ায় জয়নুল আবেদিন ফারুক বলেন , কোভিড -১৯ এর সাথে রাজনীতির সর্ম্পক নেই । ইতিপুর্বে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও মহাসচিবের মাধ্যমে কোভিড -১৯ সর্ম্পকে সরকারকে যে উপদেশ দেয়া হয়েছিল তা পরিপুর্নভাবে কাজে লাগালে দেশে আক্রান্ত ও মৃত্যুর হার অনেকটা কমে যেত । 
 

আরও পড়ুন

×