প্রকাশিত: 26/02/2021
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাধীনতার মান অক্ষুন্ন রাখতে পিলখানায় বিডিআর ঘাতকদের ফাঁসি চাই। নতুন প্রজন্মের রাজনীতি সচেতন নাগরিকরা ক্ষতিগ্রস্থ পরিবারকে দেয়া সরকারের অঙ্গীকার বাস্তবায়নও প্রত্যাশা করছি।
২৫ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘১ যুগেও বিডিআর বিদ্রোহের বিচার হয়নি, কিন্তু কেন?’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নতুন করে রক্তপাত চাই না, আর তাই দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে ঘাতকদেরকে উদারণ হিসেবে ইতিহাসের পাতায় তুলে ধরার কাজটিও বর্তমান সরকার প্রধান শেখ হাসিনাকে করতে হবে। এসময় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্গকর দেবনাথ,সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, রাকিব হাসান শাওন, রিয়াজ শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।