ধসের ৭৮ মাস পর রানা প্লাজায় নিহতদের প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: 26/10/2019

নিজস্ব প্রতিবেদন

ধসের ৭৮ মাস পর রানা প্লাজায় নিহতদের প্রতি শ্রদ্ধা

ধসের ৭৮ মাস পর রানা প্লাজায় নিহতদের প্রতি শ্রদ্ধা
 

রানা প্লাজা ধসের ৭৮ মাস পূর্তি উপলক্ষে ধসে পড়া ভবনের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহত ও নিখোঁজ শ্রমিকের স্বজনরা। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুলহাস নাইন বাবুর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

তারা শপথ  করেন, যতদিন পর্যন্ত সোহেল রানাসহ সব দোষীর বিচার ও শাস্তি নিশ্চিত করা না হবে ততদিন শ্রমিকদের আন্দোলনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি একাত্মতা প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় তারা সারা দেশে শ্রমিকদের ছাঁটাই, নির্যাতন ও হয়রানি বন্ধ করার আহ্বান জানান।

শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সাভার থানা শাখার আহ্বায়ক শাহ আলম, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, নিহত শ্রমিক ফজলে রাব্বির মা রাহেলা বেগম সহ আরো অনেকে ।

আরও পড়ুন

×