ক্রোমের নতুন মেন্যু ও সেটিংস ডার্ক থিম অপশন

প্রকাশিত: 27/10/2019

নিজস্ব প্রতিবেদন

ক্রোমের নতুন মেন্যু ও সেটিংস ডার্ক থিম অপশন

ক্রোমের নতুন মেন্যু ও সেটিংস ডার্ক থিম অপশন

রাতে চোখের ওপর চাপ কমিয়ে স্বচ্ছন্দে কাজ করা সুযোগ দিতে এবার নিজেদের মেন্যু ও সেটিংস অপশনে ‘ডার্ক থিম’ মোড চালু করেছেন ক্রোম ব্রাউজার।সংস্করণটির নাম   ‘ক্রোম ৭৮’কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার সময় নিজ থেকেই আলো নিয়ন্ত্রণ করবে পাশাপাশি বিভিন্ন অ্যাপ বা সেবার ‘ডার্ক মোড’ ফিচার স্বয়ংক্রিয়ভাবে চালু করা যাবে। বিভিন্ন অ্যাপ বা সেবার জন্য আলাদাভাবে ডার্ক মোড চালু করতে হবে না আমাদের। ফলে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ পাবেন। 

‘ডার্ক থিম’ সুবিধার পাশাপাশি বর্তমানের তুলনায় একই সময়ে বেশিসংখ্যক ট্যাব খোলারও সুযোগ মিলবে ক্রোমের নতুন সংস্করণে। অ্যানড্রয়েড, উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স এবং আইওএস অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ও মোবাইল ফোনে এ সুযোগ মিলবে।

আরও পড়ুন

×