আমরা প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিতে চাই: জয়

প্রকাশিত: 11/12/2020

নিজস্ব প্রতিবেদন:

আমরা প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিতে চাই: জয়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, "আমরা চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সেন্টার অব এক্সিলেন্স তৈরি করছি।" আমরা নিজেরা গবেষণার ক্ষেত্র তৈরি করছি। অন্যের কাছ থেকে প্রযুক্তি ব্যবহার না করে, আমরা নিজেরাই তৈরি করে ভবিষ্যত প্রযুক্তি খাতে বিশ্বকে নেতৃত্ব দিতে চাই। আর সেই প্রযুক্তি দেশে তৈরি হবে। এটি স্বপ্ন নয়, এটিই হবে বাস্তবতা।

বৃহস্পতিবার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাল্টিপারপাস হলে আয়োজিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ উপলক্ষে ‘Ebracing Digital Technologies in the New Normal’ শীষর্ক মিনিস্ট্রিয়াল কনফারেন্সে ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়ে কিনোট স্পিকার ও প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বএলন।

সজীব ওয়াজেদ জয় বলেন, ভবিষ্যতে বড় প্রযুক্তিসমূহ বাংলাদেশে তৈরি হবে। এমন পরিকল্পনা নিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে। তিনি বলেন, বাংলাদেশ কেবল প্রযুক্তির ব্যবহারেই নয়, তার উত্পাদনেও এগিয়ে থাকবে। বিশ্ব নেতৃত্বের জায়গা করে নেবে।

ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০-এর ৩ দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।

আরও পড়ুন

×