মাইক্রোসফটের প্রধান নির্বাহী আয় বেড়ে দাড়িয়েছে ৬৬ শতাংশ ।

প্রকাশিত: 17/10/2019

নিজস্ব প্রতিবেদন

মাইক্রোসফটের প্রধান নির্বাহী আয় বেড়ে দাড়িয়েছে ৬৬ শতাংশ ।

একজন সাধারণ মানুষের প্রত্যক বছর কত টাকা বেতন বাড়ে , কিন্তু মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা বেতন বাড়ার কথা শুনলে আপনি অভাক না হয়ে পারবেন না ।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার আয় গত বছরের তুলনায় ৬৬ শতাংশ বেড়েছে । হিসাব করে দেখা যায় গত অর্থ বছরের তার বেতন ছিলো ৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার এই বছরের তার বেতন ৬৬ শতাংশ বেড়ে দাড়িয়েছে ১০ কোটি মার্কিন ডলার । 


জানা যায় লক্ষ্যমাত্রা পূরণ করার পাশাপাশি শেয়ারের দাম বাড়ায় পুরস্কার হিসাবে সত্য নাদেলার বেতন বাড়ায় মাইক্রোসফট কম্পানি ।  ২০১৪ সালে স্টিভ বলমারের কাছে থেকে দায়িত্ব নেন সত্য নাদেলা ।

নাদেলার দায়িত্ব পাওয়ার পর মাইক্রোসফটের বাজার মূলধন বেড়ে দাড়িয়েছে ৫০৯ বিলিয়ন ডলার বর্তমান মাইক্রোসফটের বাজার মূলধন ৮১১ বিলিয়ন মার্কিন ডলার ।   

আরও পড়ুন

×