প্রকাশিত: 28/04/2021
এক সপ্তাহের ব্যবধানে ভারতে ফের হাসপাতালে আগুন লাগার ঘটনায় ৪ রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।
এর আগে গত সপ্তাহে দেশটির একটি করোনা হাসপাতালে আগুন লেগে ১৩ জন মৃত্যু হয়েছিল।
আজ বুধবার ভোরে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ২৮ কিলোমিটার দূরে একটি বেসরকারি হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দেশটির সরকার নিহত রোগীর পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার স্থানীয় ভোর পোনে ৪টার দিকে প্রাইম ক্রিটিকেয়ার নামে বেসরকারি ওই হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভবনটির দ্বিতীয় তলা পুরোপুরি পুড়ে গেছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই হাসপাতলে কোনও করোনা আক্রান্ত রোগী ছিলেন না। অগ্নিকাণ্ডের পর ২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন।