ভারতে করোনায় এখন পর্যন্ত ৮৬৪ চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: 08/05/2021

ডে-নাইট ডেস্ক :

ভারতে করোনায় এখন পর্যন্ত ৮৬৪ চিকিৎসকের মৃত্যু

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে এখন পর্যন্ত ৮৬৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে। 

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত ভারতে ৮৬৪ জন চিকিৎসক করোনায় মারা গেছেন। এর মধ্যে গত বছর মারা গেছেন ৭৩৬ জন। চলতি বছর এপ্রিল পর্যন্ত মারা গেছেন আরও ১২৮ জন চিকিৎসক। 

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হিসাবে, মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।  মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৬৮ জন চিকিৎসক মারা গেছেন। শুধু গত এপ্রিলেই ৩৪ জনের মৃত্যু হয়েছে। 

মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই রাজ্যের ১৭ হাজার ৯৭৫ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ২৩৫ জন সরকারি হাসপাতালের। আর ৬ হাজার ৭৪০ বেসরকারি প্রতিষ্ঠানের। 

উল্লেখ্য, ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। এছাড়া দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন। 

আরও পড়ুন

×