প্রকাশিত: 15/05/2021
প্রতিদিন হাজার হাজার মৃত্যু হচ্ছে ভারতে, সমান ভাবে মারা যাচ্ছে সব বয়সের মানুষ। এর মধ্যে করোনার মৃত্যু নিয়ে এক গবেষণা করা হয়েছে ভারতের তামিলনাডুতে। সেখানে দেখা গিয়েছে ২৫ থেকে ৪০ বয়সের যুবকদের মৃত্যু বেশি হচ্ছে। অল্প বয়স যাদের কো-মরবিডিটি নেই তারাই বেশি মারা যাচ্ছে কনেরানায়।
তামিলানাডুর স্বাস্থ্য সচিব ডা. জে রাধাকৃষ্ণান বলেন, দ্বিতীয় তরঙ্গের আগে, ভারতের তরুনদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিলো যে, তারা যুবক এবং তারা করোনার থাবা থেকে বেঁচে যাবে। যার ফলে এই ভূল ধারণা জন্য যুবকরা ই বেশি আক্রান্ত হচ্ছে বা হয়েছে।