প্রকাশিত: 06/05/2021
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চার জন।
নাইজারের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তিলাবেরিতে গত মঙ্গলবার সেনাবাহিনীর একটি পোস্টে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
গতকাল বুধবার নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাতে এ খবর নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে গত শনিবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে তাহৌয়া অঞ্চলে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর বন্দুকধারীদের হামলায় ১৬ সেনাসদস্য নিহত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সৈন্যরা জঙ্গিবিরোধী বিশেষ অভিযান ‘আলমাহাউ’ এর অংশ ছিল। গত মঙ্গলবার বিকালে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়।
বিজ্ঞপ্তিতে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে বর্ণনা করা হয়েছে। দুই পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।