চীন থেকে ছড়িছে করোনাভাইরাস দাবী ব্রিটেনের!

প্রকাশিত: 31/05/2021

ডে-নাইট নিউজ

চীন থেকে ছড়িছে করোনাভাইরাস দাবী ব্রিটেনের!

করোনাভাইরাসটি চীন থেকে ছড়িছে বলে দাবী করেছেন ব্রিটেনও। করোনাভাইরাস এর উৎপত্তি চীন থেকে হয়েছে বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প বারবার দাবি করে আসছেলেন এবং ট্রাম্পের এমন দাবীর সাথে অনেক বিজ্ঞানীও একমত প্রকাশ করে ছিলেন।

ব্রিটিশ বিজ্ঞানী অঙ্গাস ডালপ্লেইস ও নরওয়ের বিজ্ঞানী ড. বিরজার সোরেনসেন  দাবী করেন চীনের উহানের ল্যাব থেকেই  করোনাভাইরাসটি ছড়িয়েছে।  তাদের দাবী উহানের এই  ল্যাবে একটি গবেষণার কাজ চলছিলো, এবং তারা গবেষাণায় দেখছিলো যে, বাদুড়ের দেহ থেকে  প্রাপ্ত করোনা ভাইরাসের মধ্যে কিছু পরিবর্তন  আনলে এটা কতটা ভয়বহ হতে পারে।  দুই বিজ্ঞানীর দাবী সার্স কোভ-২ ভাইরাসটিতে আরও কিছু প্রোটিন স্পাইক যুক্ত করে দেন যার ফলেই এটা এতোটা মারাত্মক হয়ে উঠে। 

 

 

 

আরও পড়ুন

×