প্রকাশিত: 30/05/2021
চীনের উহান ইনস্টিউট অব ভাইরোলাজি ল্যাবে করোনাভাইরাস তৈরি হয়েছে বলে দাবি করেছেন একদল বিজ্ঞানী। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এর এক প্রতিবেদনে তা প্রকাশ করেছে।
বিজ্ঞানীরা বলেন ভাইরাসটি প্রস্তুত করার সময় চীনা বিজ্ঞানীরা এটিকে একটি প্রযুক্তিগতভাব প্রতিস্থাপন করার চেষ্টা করেছিলেন, যেন দেখে মনে হয় ভাইরানটি বাদুড় থেকে ছড়িয়ে পড়ছে।
ব্রিটিশ অধ্যাপক অ্যাঙ্গাস ডালগালিশ এবং নরওয়ের বিজ্ঞানী ড. বিরজার সরেনসেন এই গবেষণাটি করেছেন, তারা দাবী করেন যে, এক বছরেরও বেশি সময় ধরে চীনা বাইরাসটি তৈরি করার প্রমাণ রয়েছে।এই বিজ্ঞানীরা আরো বলেন আমরা যখন করোনা ভ্যাকসিন তৈরির করার জন্য করোনার নমূনা গুলো নিয়ে অধ্যয়ন করছিলাম তখন ভাইরাসটিতে একটি বিশেষ আঙ্গুলের ছাপ পাওয়া গেছে।