প্রকাশিত: 20/05/2021
দখলদার ইসরায়েলি বর্বতায় গত ১১দিন ধরে ফিলিস্তিনি অবরুদ্ধ, এপর্যন্ত ২২৭ জনের বেশি ফিলিস্তিনি মারা গেছে আর আহত হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। ধংস করা হয়েছে স্কুল, হাসপাতাল সহ হাজার হাজার বসতি স্থাপনাসহ অনেক কিছু। এই নিয়ে বিভিন্ন দেশের নিন্দা ও ক্ষোভ প্রকাশের পরও ইসরায়েলির প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় হামলা চালানো অব্যাহত রেখেছে।
আর এতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিণ রামাপোস তীব্র নিন্দা করে, তিনি ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে বলেছেন, ইসরায়েলি যে ধরণের আচরণ করেছেন সেটা বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের অধিকার যেভাবে হরণ করে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী এটা অন্যায়। ফিলিস্তিনারা নিজেদের নিয়ন্ত্রণের অধিকার নিজেদের কাছে রাখতে চায়, তারা পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করতে চায়। তাদের চলাফেরার মধ্যে যেন কোন বিঘ্ন না ঘটে, সেটা তারা চায়। অপর দিকে ইসরায়েলি যেটা করছে সেটাকে সহজেই ইসরায়েলিকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবে চিহিৃত করা যায়।
সূত্র: আল-জাজিরা।