প্রকাশিত: 19/05/2021
প্রায় ৫০টি স্কুল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনীর হামলায়, যার ফলে ৪২ হাজারের বেশি শিক্ষার্থীর স্কুল জীবন অনিশ্চিয়তার মধ্যে পড়ে গেছে বলে জানিয়েছেন শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন সেভ দ্যা চিলড্রেন। অন্যদিকে গাজার রকেট হামলায় ইসারয়েলেরও তিনটি স্কুল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়।
জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মুখপাত্র ইয়েন্স লেয়ার্কে বলেন গাজার ৫৮টি স্কুল জাতিসংঘের দ্বারা পরিচালিত হয়। এই স্কুল গুলোতে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।
তিনি আরো জানান. ইসরায়েলি বাহিনীর হামলায় অনেক হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রও ক্ষতিগ্রস্থ হয়েছে। এই হামলায় বিশুদ্ধ পানি ও রান্নার কাজের জ্বালানির সংকটে পড়েছেন আড়াই থেকে তিন লাখ ফিলিস্তিনিবাসী।