প্রকাশিত: 07/05/2021
বৈশ্বিক মহামারি প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিধ্বস্ত ভারত। দেশটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড গড়েছে দেশটি।
এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯১৫ জন। এটিই দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
আজ শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতে এ নিয়ে টানা ১০ দিনে গড়ে ৩ হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হলো।
দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৬৬ জন। আর মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৪০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন।