রাঙ্গুনিয়ায় বেসরকারি সংস্থা কারিতাসের লক্ষাধিক টাকা পেল কর্মহীন ৬৫ পরিবার

রাঙ্গুনিয়ায় বেসরকারি সংস্থা কারিতাসের লক্ষাধিক টাকা পেল কর্মহীন ৬৫ পরিবার

রাঙ্গুনিয়ায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া দুস্থ ৬৫ পরিবারকে ১ লাখ ৪ হাজার টাকা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস। সোমবার (১৯ জুলাই) সকালে উপজেলা সদরের কারিতাস কার্যালয় মাঠে স্থায়িত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (সুফল-২) প্রকল্পের আওতায় এসব অর্থ সহায়তা দেয়া হয়। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা কারিতাস রাঙ্গুনিয়া কার্যালয়ের মাঠ কর্মকর্তা (সুফল) গৌরি ভট্টাচার্য্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। প্রধান আলোচক ছিলেন কারিতাস রাঙ্গুনিয়া কার্যালয়ের এরিয়া ম্যানেজার (সিএমএফপি) মো. জসিম উদ্দিন। বক্তব্য দেন নগদ এর রাঙ্গুনিয়া কার্যালয়ের ম্যানেজার মো. কামাল উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব। ওইদিন নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ সহায়তা পাওয়া ব্যক্তিদের মোবাইলে টাকা পাঠানো হয়। তাৎক্ষনিক নগদ প্রতিনিধির মাধ্যমে এসব অর্থ ক্যাশ করে ৬৫ ব্যক্তির হাতে তুলে দেয়া হয়।

আরও পড়ুন

×