ক্রমশই কনটেইনারের চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দরে!

ক্রমশই কনটেইনারের চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দরে!

ঈদুল আযহার বন্ধ ও কঠোর লকডাউনের জন্য চট্টগ্রাম বন্দরে বাড়ছে আমদানিকৃত পণ্যবাহী কনটেইনারের চাপ৷ পূর্বে করা অর্ডার অনুযায়ী বন্দরে পণ্যবাহী জাহাজগুলো এসব কন্টেইনার নিয়ে আসছে৷ কিন্তু শ্রমিক সংকট ও চলাচলে বিধিনিষেধ থাকায় বন্দর থেকে খালাস হচ্ছে না এসব কন্টেইনার। ফলে জটলা ক্রমশই বাড়ছে। 

চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ ৫০,০০০ কন্টেইনার রাখা সম্ভব।  শনিবারের প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট কন্টেইনার সংখ্যা দাড়ায় ৪২,৫৭১ টি৷ আজও জমা হচ্ছে বিভিন্ন দেশ থেকে আসা বহু কন্টেইনার৷ তাই জায়গা সংকটের আশংকা জোড়ালো হচ্ছে ক্রমশই৷ 

এক্ষেত্রে দ্রুত ইমার্জেন্সি ব্যাবস্থার মাধ্যমে কন্টেইনার খালাস ও বেসরকারি ডিপোতে স্থানান্তর জরুরি হয়ে পড়েছে৷ 

আরও পড়ুন

×