ঝিনাইদহে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহার নামাজ আদায় !

প্রকাশিত: 20/07/2021

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহার নামাজ আদায় !

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১২ গ্রামের মুসল্লীরা।আজ মঙ্গলবার সকালে উপজেলা শহরের চটকাবাড়িয়া ঈদগাপাড়া জামে মসজিদসহ পৃথক ৩টি স্থানে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে মাওলানা রেজাউল ইসলামসহ পৃথকভাবে ৩ জন ইমাম ইমামতি করেন। দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে হরিণাকুন্ডু উপজেলার চিথলীপাড়া, ভালকী, বৈঠাপড়া,  ফলসিসহ ১২টি গ্রামের মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করেছে। তবে কেউ কুরবানী করেছে কিনা এমন তথ্যা জানা যায়নি। এখানে উল্লেখ্য যে এই ১২টি গ্রামের মানুষ  ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন।এই বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন কোন প্রতি বছর ১২টি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে থাকে।

আরও পড়ুন

×