প্রকাশিত: 20/07/2021
কক্সবাজার রামুতে ৩ শত ২০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামু থানা পুলিশ। (১৯ জুলাই) সোমবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনুয়ারুল হোসাইন এর নির্দেশে এস আই জাফর উল্লাহর নেতৃত্বে এএস আই শফিকুল হাই, এএস আই জাহাঙ্গীর আলম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পিকআপ গাড়ি সহ আটক করতে সক্ষম হয়।
রামু থানা পুলিশ, রামু থানার অফিসার ইনচার্জ আনুয়ারুল হোসাইনের নেতৃত্বে এস আই জাফর উল্লা,এ এস আই শফিকুল হাই, এ এস আই, জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ১৯ শে জুলাই রাত সাড়ে রামু থানার চৌকস অফিসার এএস আই শফিকুল হাইএর গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার সামনে রামু-মরিচ্যা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালালে এই সময় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে পিকআপ গাড়িসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন খুনিয়াপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাইন বাগান টঙ্গার ডেবা এলাকার আলী আহাম্মদের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) একি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের থোয়াইংগা কাটা এলাকার খলিলুর রহমানের ছেলে নুরুল ইসলাম(৩৭) আটক জাহাঙ্গীর আলম জানান চোলাই মদের মালিক পাইন বাগান টঙ্গার ডেবার শফি আলমের ছেলে সাইফুল সহ আরও অনেকে রয়েছে, তদন্তের সার্থে নাম প্রকাশ করা হয়নি। রামু থানার অফিসার ইনচার্জ আনুয়ারুল হোসাইন জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।