প্রকাশিত: 19/07/2021
খুব কমই এমন দেখা যায় যেখানে নিয়মের কোন ব্যাত্যয় চোখে পড়ে না। আর সরকারি ত্রাণ বা সাহায্য হলেতো পা ফেলার জায়গা থাকেনা। কিন্তু এই করোনা মহামারী কালে ঝিনাইদহের ইউনিয়নে সম্পূর্ণ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি না মেনে ইউনিয়নের দুস্থ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন। সোমবার দিনভর ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামের দুস্থ্ পরিবারের মাঝে প্রত্যেককে ১০কেজি করে চাল তুলে দেন। ইউনিয়ন পরিষদের সামনে সামাজিক দুরত্ব বজায় না রেখে হাজার হাজার মানুষ লাইনে দাড়িয়ে আছে। এক গ্রাম শেষ হলেই আর এক গ্রাম বসে পড়ছে সেখান। প্রায় সকলেই মাস্ক পরা, জাতীয় পরিচয় পত্র চেক করে প্রকৃত উপকারভোগীর হাতেই তুলে দেওয়া হচ্ছে চাল। এসময় ট্যাগ অফিসার খাইরুল ইসলাম , ইউপি সচিব, ইউনিয়নের মেম্বরগণ ছাড়াও সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। করোনায় কর্মহীন হয়ে পড়া ও দুস্থ অসহায়রা এভাবে চাল পেয়ে আনন্দ প্রকাশ করেন।