সিলেটের বিশ্বনাথে করোনায় আজ ১জনের মৃত্য

সিলেটের বিশ্বনাথে করোনায় আজ ১জনের মৃত্য

 সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের  আবদুস সাত্তার (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  আজ মঙ্গলবার (২৭ জুলাই)  সকাল ৮টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা আক্রান্ত  মৃতের বাড়ী উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দ্বিপবন্ধ বিলপার গ্রামে।  এ অবধি সরকারি তথ্যমতে, আবদুস সাত্তারসহ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭ জন হলেও, প্রকৃত পক্ষে সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে অর্ধশতের উপরে মানুষ মারা গেছেন বলে জানা গেছে।  আবদুস সাত্তারের ভাইপো পল্লীচিকিৎসক আলী হোসেন জানান, প্রথমে প্রচন্ড জ্বর ও সর্দি দেখা দেয় তার চাচা আবদুস সাত্তারের। এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হলে গেল ১২ জুলাই তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে নমুনা দেয়া হলে পরের শুক্রবার করোনা পজেটিভ রিপোর্ট আসে তার। ওসমানীতে আইসিউ বেড খালি না থাকায়, সাধারণ বেডে দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন থেকে আজ সকালে মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি।  উল্লেখ্য: এর আগে সন্তান ভূমিষ্টের পর তাঁর ভাতিজি রাবেয়া বেগমও করোনায় পজেটিভ হয়ে মারা যান।  এ ওয়ার্ডে এখনও আরো একাধিক করোনা আক্রান্ত রোগী রয়েছেন কিন্তু স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতার উদাসীনতা বিপর্যয় ডেকে আনবে বলে ধারণা করছেন সচেতন মহল।

আরও পড়ুন

×