রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং- ডে পালিত

প্রকাশিত: 26/10/2019

সফিকুল ইসলাম শিল্পী

রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং- ডে পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ 'পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়। এ উপলক্ষে ২৬ অক্টোরব শনিবার সকালে রাণীশংকৈল থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।  পরে পরিষদ হল রুমে  থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ও সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি- সেলিনা জাহান লিটা। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি কমিশনার ( ভূমি) সোহাগ চন্দ্র সাহা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, পুলিশ ও গ্রাম্য পুলিশ সদস্য ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 
 

আরও পড়ুন

×